ডিআইজি প্রিজন্সের কার্যালয়টি সিলেট কেন্দ্রীয় কারাগারের সম্মুখে বন্দরবাজারস্থ জেল রোডে অবস্থিত। সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার ও সুনামগঞ্জ নিয়ে এ বিভাগের যাত্রা শুরু ২৫-০৭-২০১৩ খ্রিঃ।পূর্বে এটি চট্টগ্রাম বিভাগের সাথে সংযুক্ত ছিল।ডিআইজি প্রিজন্সের কার্যালয়টি সেমিপাকা টিনসেড বিশিষ্ট অস্থায়ী কার্যালয়। উক্ত অফিসে ডিআইজি প্রিজন্স, সার্ট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর সহ সকল কর্মচারী তাদের জন্য নির্ধারিত কক্ষে অবস্থান করেন।
কারা বিভাগের VISION: “রাখিবনিরাপদ,দেখাবআলোরপথ”।
কারা বিভাগের MISSION: বন্দীদের নিরাপদ আটক নিশ্চিত করা, কারাগারের কঠোর নিরাপত্তা ও বন্দীদের মাঝে শৃঙ্খলা বজায় রাখা, বন্দী ও বন্দীর স্বজনদের সাথে মানবিক আচরণ করা, যথাযথভাবে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা এবং আত্নীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও আইনজীবীদের সাথে সাক্ষাত নিশ্চিত করা সহ সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসিত করার লক্ষ্যে প্রয়োজনীয় মোটিভেশন ও প্রশিক্ষণ প্রদান করা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস